আলমডাঙ্গার আসমানখালী-হাটবোয়ালিয়া সড়কের সোহাগ মোড়ে দুর্ঘটনা : ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পাখিভ্যান আরোহী নিহত

 

খাদিমপুর/আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী-হাটবোয়ালিয়া সড়কের সোহাগ মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যটারিচালিত পাখিভ্যান আরোহী রাজা আলী নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজা আলী (৫০) ভুগাইলবগাদি গ্রামের মৃত হক মণ্ডলের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ভুগাইলবগাদি থেকে পাখিভ্যানযোগে আসমানখালী বাজারে বাজাররের উদ্দেশে রওনা হন রাজা আলী। পাখিভ্যানটি সোহাগ মোড় পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। ভ্যানে থাকা অন্য যাত্রীরা জানান, সোহাগ মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক দেখে চালক বেশামাল হয়ে পড়েন। দ্রুত গতিতে পাখিভ্যান সরানোর চেষ্টা করলে ভ্যান থেকে পড়ে যান রাজা আলী। তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ভ্যানের অন্য আরোহীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

ট্রাকটি পালিয়ে যাওয়ার সময় চালকসহ ট্রাকটি আটক করে ভাংবাড়ীয়া গ্রামের জনসাধারণ। গত রাত ১১টায় ভুগাইলবগাদি কবরস্থানে রাজা আলীর দাফন কাজ সম্পন্ন করা হয়।