মেহেরপুর অফিস: মেহেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মেলনকক্ষে জেলা শাখার সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্মসম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার উদ্দিন, প্রচার সম্পাদক আবু লায়েছ লাবলু, ক্রীড়া সম্পাদক মকলেছুর রহমান, জেলা নির্বাহী সদস্য নুরুল গনি, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি ফিরাতুল ইসলাম, সহসভাপতি ইকাব আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ক্যাশিয়ার জাকির হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মরণে প্রত্যেক বিদ্যালয়ে শোক দিবস পালন ও ২৫ আগষ্ট ঢাকা জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সমিতির অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার জন্য আহ্বান জানানো হয়।