টিপ্পনী

 

খবর: (দামুড়হুদার কলেজছাত্রী সোহানা অপহরণ মামলায় বায়েজিদ গ্রেফতার)

লাল দালানে যাইতে হবে

আকাল পাকাল নাইতে হবে

জেলের খানা খাইতে হবে

তাতে মজার স্বাদ;

বুঝলে মানিক চাঁদ?

 

মাটির ওপর শুইতে হবে

কাঁথা কাপড় ধুইতে হবে

পায়খানা মল ছুইতে হবে

পাকবে তাতে হাত;

বুঝলে কি বজ্জাত?

 

 

অনেক বছর রইতে হবে

কষ্ট জ্বালা সইতে হবে

জেলের ঘানি বইতে হবে

বেরুবে যেই তেল;

হবে তোর আক্কেল

 

   Ñআহাদ আলী মোল্লা

০৬.০৮.২০১৬

Leave a comment