জনশক্তি রফতানি কমছে

 

স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক দেশে অভ্যন্তরীণ যুদ্ধ চলতে থাকায় বড় ধরনের অর্থ সঙ্কটে ভুগছে মধ্যপ্রাচ্যের তেল রফতানিকারক দেশগুলো। এর বড় ধাক্কা এসেছে বাংলাদেশের জনশক্তি রফতানি খাতে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ অনেক দেশের শীর্ষ কোম্পানিগুলো শ্রমিকদের বেতন দিতে পারছে না। অধিকাংশ কোম্পানিতেই ধারাবাহিক অর্থনৈতিক মন্দার মুখে শ্রমিক ছাঁটাই চলছে। বিন লাদেন গ্রুপ, প্রস্কেপসহ মধ্যপ্রাচ্যের বড় বড় কোম্পানিগুলো অর্থের অভাবে নতুন প্রকল্প শুরু করতে পারেনি। চলমান প্রকল্পগুলোও শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় বিদেশি কর্মীদের কর্মসংস্থানের জায়গা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন কোম্পানি থেকে ছাঁটাই হয়ে সহস্রাধিক বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছেন। বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের অন্যান্য মাসের তুলনায় গত জুলাই মাসে জনশক্তি রফতানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিএমইটির পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাই মাসে বৈদেশিক কর্মসংস্থান হয়েছে ৪৮ হাজার বাংলাদেশির। অথচ গত জুনে ৬২ হাজার, মে মাসে ৬০ হাজার, এপ্রিলে ৫৯ হাজার, মার্চে ৬৫ হাজার, ফেব্রুয়ারিতে ৬২ হাজার এবং জানুয়ারিতে ৬৪ হাজার বাংলাদেশি কর্মীর বিভিন্ন দেশে কর্মসংস্থান হয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুদ্রার মান কমে যাওয়ায় রেমিট্যান্সেও নেতিবাচক প্রভাব পড়ছে। এসব কারণে গত অর্থবছরে প্রায় ২৫ কোটি ডলার কম রেমিট্যান্স এসেছে।