কুষ্টিয়ায় নৌকা বাইচ অনুষ্ঠিত

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে দুই দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের চরখাদিমপুর মুন্সিপাড়া গ্রামের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সন্ধ্যায় শেষ দিনে চরখাদিমপুর মুন্সিপাড়ায় পদ্মা নদীর অববাহিকায় বিভিন্ন বয়সে হাজারো দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিলো। প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করে। এতে ভেড়ামারা উপজেলার আনিচুর রহমানের দল চ্যাম্পিয়ন ও ভেড়ামারার বিজলী মালিথার দল রানারআপ হয়। এ ছাড়াও প্রতিযোগিতায় মিরপুর উপজেলার চরখাদিমপুর মুন্সিপাড়ায় সাগর মুন্সি, বহলবাড়িয়ার আব্দুর রশিদ মালিথা, আলাউদ্দিন সর্দ্দার ও কোমর আলীর দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, অর্থসম্পাদক সোহেল রানা, ভেড়ামারা প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ করিম, বহলবাড়িয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই রেজাউল করিম। প্রতিযোগিতাটি সার্বিকভাবে পরিচালনা করেন আয়োজক কমিটির সদস্য রেজাউল মুন্সি, সাগর মুন্সি, রাজা মুন্সি, টিক্কা মুন্সি, হোসেন মুন্সি, আব্দুর জব্বার মুন্সি প্রমুখ।

Leave a comment