আটক জঙ্গিরা তথ্য দেয় না : বলে মেরে ফেলেন

 

স্টাফ রিপোর্টার: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আটক জঙ্গিরা তেমন কোনো তথ্য দেয় না। তারা বলে, আমাকে মেরে ফেলেন। আমি জান্নাতে যাবো। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, জঙ্গিরা মানবতার ওপর আঘাত হানে। অন্যদিকে ব্লগাররা ধর্ম নিয়ে কটাক্ষ করে। একটি দেশে অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে না- এটি ধর্মের অপব্যাখ্যা। এ ধরনের অপপ্রচার বন্ধে ইসলামি ব্যক্তি, আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষকদের কাজ করতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ কোনো স্থানীয় সমস্যা না। এটি একটি বৈশ্বিক সমস্যা। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে।

শহীদুল হক বলেন, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি হয়েছে।

জঙ্গিবাদ সন্ত্রাস দমন: কমিউনিটি পুলিশিং ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এ আলোচনা সভায় মূল বক্তব্য দেন সাংবাদিক আশফাকুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদার, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ বক্তব্য দেন।

Leave a comment