মেহেরপুর অফিস: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ জামিন লাভ করেছেন। গতকাল বুধবার মেহেরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এদিন দুপুরের দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। মাসুদ অরুনের পক্ষে কৌসুলী ছিলেন অ্যাড. মারুফ আহমেদ বিজন, অ্যাড. কামরুল হাসান প্রমুখ।
এদিকে নিম্ন আদালতে তার জামিন লাভের পর তিনি আদালত থেকে বাইরে এলে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহাবুবুর রহমান, মুজিনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরউদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেরা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, পৌর বিএনপির সহ-সভাপতি হাজি ফজুল খান, বিএনপি নেতা হাবিব ইকবাল, আব্দুস সামাদসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানান ও জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে আসেন।
উল্লেখ্য, ২০১৩ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দেয়াসহ সরকারি গাছ কাটার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মেহেরপুর পুলিশ।