মেহেরপুর অফিস: মেহেরপুর পুরাতন হাসপাতালের জমি পৌরসভার দাবি করে সাংবাদিকদের সাথে মতবিনিময়সভা করেছে পৌর মেয়র আলহাজ মোতাছিম বিল্লাহ মতু। এ সময় তিনি তার যুক্তির স্বপক্ষে জমির বিভিন্ন প্রকার কাগজপত্র সাংবাদিকদের সামনে পেশ করেন।
মতবিনিময় সভায় পৌর মেয়র মতু বলেন, ২০০১ সালে জমিটি খাস ও অর্পিত দাবি করে জেলা জজ আদালতে একটি মামলা করা হয়। ২০১২ সালে হাইকোর্টের বিজ্ঞ বিচারক এক মাসের মধ্যে চুড়ন্ত সিদ্ধান্ত প্রদানের নির্দেশ দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে একটি আদেশ প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সচিবের পক্ষ থেকে কোন নির্দেশনা পাওয়া যায়নি। এছাড়াও ৩৬৫৩ খতিয়ানে এসএ, সিএস ও আরএস রেকর্ডে দেখা যায় ওই জমির এক দশমিক ৬২ একর সম্পত্তির মালিক পৌরসভা। চলতি বছরেও যার খাজনা পৌরসভা পরিশোধ করেছে। ফলে জমিটি পৌরসভার বলে প্রতিয়মান হয় বলে দাবি করেন পৌর মেয়র। অথচ প্রশাসনিক জটিলতায় সেখানে পৌরসভার পক্ষ থেকে মার্কেট নির্মানের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় মেহেরপুর পৌর কর্তৃপক্ষ পৌরসভার কালচাঁদ মেমোরিয়াল হলে এ সভার আয়োজন করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌর সচিব তৌফিকুল আলম, পৌর কাউন্সিলর আল মামুন, মনিরুল ইসলাম, সৈয়দ মঞ্জুরুল কবীর রিপন, মনিরুল ইসলাম মনি, আব্দুল্লাহ বিন হাশেম ওরফে কামরুজ্জামান, মনোয়ারা খাতুন, বেদেনা আক্তার, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, কামারুজ্জামান খান, সাবেক সভাপতি রশিদ খান আলো, সাংবাদিক তোজ্জাম্মেল আযম, ওয়াজেদুল হক, গোলাম মোস্তফা, ফারুক হোসেন, রাশেদুজ্জামান, মেহের আমজাদসহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।