মেহেরপুরে ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগে কিশোর আটক

 

মেহেরপুর অফিস: শিশু ধর্ষনের অভিযোগে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের দুখু মিয়ার ছেলে চঞ্চল হোসেনকে (১৭) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে গ্রামের স্কুলপাড়ার এক দিনমুজুরের ৫ বছরের শিশু কন্যাকে আমড়া দেয়ার প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী বাড়ির ছাদে ডেকে চঞ্চল হোসেন ওই শিশুটিকে ধর্ষনের ঘটনা ঘটায়।

গ্রামবাসী জানায়, এই ঘটনার পর শিশুকন্যার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশুটি চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে গ্রামবাসী চঞ্চলকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরি ও শিশুটির পরিবার জানিয়েছেন, দুপুরে শিশুটিসহ আরও দুইজন একটি বাড়ির পেছনে খেলা করছিলো। এ সময় চঞ্চল তাদের আমড়া দেয়ার নাম করে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে যায়। বাকি দুইজনকে লবণ আনতে পাঠায় সে। এ সময় শিশুটিকে শ্লীলতাহানি করে চঞ্চল। বাড়িতে ফিরে এসে তাকে অসুস্থ্য দেখে কারণ জানতে চায় শিশুটির মা। এ শিশুটি তার মায়ের কাছে ঘটনা ভলে। এসব কথা না বলতে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়েছে চঞ্চল। বিষয়টি জেনে আত্মীয় স্বজনকে খবর দেয় শিশুটির মা। পরে এলাকার লোকজন চঞ্চল হোসেনকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নেয়। শিশুটিকে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিকভাবে ডাক্তারি পরীক্ষা করা হয়। আজ বৃহস্পতিবার শিশুটির পূর্ণাঙ্গ ডাক্তারি পরীক্ষা করা হবে। পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ইকবাল বাহার চৌধুরী।

 

Leave a comment