মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে মেহেরপুর জেলা প্রশাসন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা রেজিস্টার শিমন চাকমা, এনএসআই’র উপপরিচালক মফিজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফউদ্দীন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মহিবুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। সভা থেকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।