মাথাভাঙ্গা মনিটর: মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঝুঁকি এড়াতে বেশ কয়েকজন বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় টনি কোচারের পর ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর লেনার্ড ফাঙ্কেরও শরণাপন্ন হয়েছিলো বাঁ-হাতি এই পেসার। তবে ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মুস্তাফিজের কাঁধের চিকিৎসা চালাতে পারবেন না। কিন্তু বিসিবি চাইছে দু এক দিনের মধ্যে তার অস্ত্রোপচার সম্পন্ন করতে। তাই দ্রুততম সময়ের মধ্যে অস্ত্রোপচার করতে বুধবার ইংল্যান্ডের শল্যবিদ অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাবেন কাটার মাস্টার।
গতকাল বুধবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ওয়ালেসও যদি দ্রুতই এ অস্ত্রোপচার না করতে পারেন সেক্ষেত্রে মুস্তাফিজকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে মুস্তাফিজকে, বলে জানান তিনি, যেহেতু ফ্রাঙ্ক ২২ তারিখের আগে পারছে না তাই বিসিবি চাইছে মুস্তাফিজের কাঁধের পরবর্তী মূল্যায়নের জন্য ইংল্যান্ডের অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাতে। ওয়ালেস ২২ তারিখের আগে অপারেশন করতে পারলে তাকে দিয়েই মুস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে।’ এতো তাড়াহুড়ার কারণ ব্যাখ্যা করে বিসিবি সভাপতি বলেছেন, কেননা আমরা চাইছি দ্রুততম সময়ের মধ্যেই অপারেশনটা করতে। অপারেশনে সময় লাগবে মাত্র আধা ঘণ্টা আর হাসপাতালে থাকতে হবে ছয় ঘণ্টা। তবে ওয়ালেস দু একদিনের মধ্যে না করাতে পারলে অস্ট্রেলিয়ায় যোগাযোগ করা হবে। সেক্ষেত্রে মুস্তাফিজ দেশে ফিরে আসবে। তারপর তাকে আমরা অস্ট্রেলিয়া পাঠাবো। এর আগে গত পরশু সামনাসামনি দেখার পর অর্থোপেডিক্স এবং স্পোর্টস সায়েন্সের বিশেষজ্ঞ সার্জন লেনার্ড ফাংকও মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচারের পক্ষে মত দিয়েছেন।