বাড়াদীর মাসুদের নাম গেজেটভুক্ত না হওয়ায় বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন স্বপদে বহাল থাকবেন

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন স্বপদে দায়িত্বে বহাল থাকার রিট দিয়েছেন হাইকোর্ট। গত ১৭ জুলাই হাইকোর্টের বিচারপতি মোর্জেম হোসেন ও বিচারপতি বদরুজ্জামান এ আদেশ দেন। পুনরায় ভোট গণনা, গেজেট বন্ধসহ বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন স্বপদে বহাল থাকবে এই মর্মে প্রথম রিটের আদেশ অমান্য রায় কনটেম (কোর্ট  অবমাননা) হয়েছে মর্মে আদেশ প্রদান করা হয়েছে। গত ২ আগস্ট  বর্তমান চেয়ারম্যান তবারক হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, গত ৭ মে বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রথমে তবারক হোসেন ধানের শীষ প্রতীকে ১৪১ ভোট মাসুদের চেয়ে বেশি পেয়ে নির্বাচিত হন। পরবর্তীতে ওই দিন আলমডাঙ্গা রিটানিং অফিসারের কার্যালয় থেকে রাত ১০টার দিকে তবারক হোসেনকে ১০ ভোটে পরাজিত করে মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়। যার প্রেক্ষিতে তবারক হোসেন ৭ মে ২০১৬ তারিখে পুনরায় ভোট গণনার জন্য রিটানিং অফিসার বরাবর আবেদন করেন। রিটানিং অফিসার প্রধান নির্বাচন কমিশনার বরাবর ভোট গণনার জন্য নির্দেশনা চেয়ে আবেদন করেন। নির্বাচন কমিশন আবেদনের ওপর ভিত্তি করে তবারক হোসেন হাইকোর্টে পুনরায় ভোট গণনার জন্য ১৯ মে প্রথম রিট পিটিশন করেন। যার নং-৬১৬৭/২০১৬। হাইকোর্টের বিচারক নির্বাচন কমিশনকে পুণরায় ভোট গণনা, গেজেট বন্ধ ও বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন স্বপদে বহাল থাকবে এই মর্মে একটি আদেশ দেন। আদেশটি নির্বাচন কমিশন পুনরায় ভোট গণনা বা রিটানিং অফিসারের আবেদনটি খারিজ করে দেন। যার প্রেক্ষিতে তবারক হোসেন হাইকোর্টে পুনরায় রিট পিটিশন করেন। যার নং-৮৬২৪/২০১৬, গত ১৭ জুলাই হাইকোর্টের বিচারপতি মোর্জেম হোসেন ও বিচারপতি বদরুজ্জামান আদেশ দেন পুনরায় ভোট গণনা, গেজেট বন্ধসহ বর্তমান চেয়ারম্যান তবারক হোসেন স্বপদে বহাল থাকবে এই মর্মে প্রথম  রিটের আদেশ অমান্য রায় কনটেম (কোর্ট  অবমাননা) হয়েছে মর্মে আদেশ প্রদান করেছে। যাহা প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দসহ সংশ্লিষ্ট উক্ত নির্বাচনের সাথে যার সংশ্লিষ্টতা আছে তাদেরকে মহামান্য হাইকোর্ট স্ব-শরীরে উপস্থিত থেকে জবাব দেয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। হাইকোর্টের জবাব যতোদিন শেষ না হবে ততোদিন পর্যন্ত তবারক হোসেন ইউপি চেয়ারম্যান হিসেবে সকল সরকারি কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন। গেজেট বইতে যে ১২ জন মেম্বারের নাম আছে তাদের ৩১ জুলাই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শপথ করান। গত ২ আগস্ট বর্তমান চেয়ারম্যান তবারক হোসেনের সভাপতিত্বে বাড়াদী ইউনিয়ন পরিষদ কর্যালয়ে নবনির্বাচিত ইউপি সদস্যদের নিয়ে ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ১ নং সংরক্ষিত আসন ফরিদা খাতুন, ২ নং সালেহা খাতুন, ৩ নং সালিমা খাতুন, ১ নং সাধারণ সদস্য ওবায়দুল হক, ২ নং শরিফুল ইসলাম, ৩ নং রেজাউল হক, ৪ নং মানিক বিশ্বাস, ৫ নং গিয়াস উদ্দীন, ৬ নং সানোয়ার হোসেন, ৭ নং রেজাউল হক আজমত, ৮ নং কুদ্দুস মণ্ডল, ৯ নং শেখ আমিন উদ্দীন ও সচিব আনিছুর রহমান, ৪ নং বাড়াদী ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কর্মী রুমানা আক্তার ও ইমদাদুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় তবারক হোসেন বলেন, হাইকোর্টের পুণরায় ভোট গণনার জন্য মামলা বিচারাধীন আছে।

Leave a comment