খুতবা নির্ধারণ করে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জুমার নামাজের খুতবা নির্ধারণ করে দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। গতকাল বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়। রিটে ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জুমার খুতবা সম্পাদনকারী পরিষদকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে এ রিটের শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু। খুতবা নির্ধারণ করে দেয়ায় গত ২৫ জুলাই সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট আবেদন দায়ের করা হলো। আবেদনে বলা হয়েছে, জুমার খুতবা নির্ধারণ করে দিয়ে মসুল্লিদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। এটি ধর্মপ্রাণ মুসুল্লি ও মসজিদের ইমাম ও খতিবদের জন্য অপমানজনক। এটি সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত খুতবা বাতিল করে কোরআন ও হাদীসের আলোকে মসজিদে ইমাম ও খতিবদের খুতবা প্রদানের স্বাধীনতা দেয়ার জন্য হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।
নতুন জঙ্গি সংগঠনের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার: ‘আল-আনসার’ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সংগঠনটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা’র প্রধান আইমান আল জাওয়াহিরির লেখা বইয়ের বাংলা অনুবাদ করে বাংলাদেশে ‘ইসলামী বসন্ত’ নামে একটি বই প্রকাশ করেছে। আল-আনসার সংগঠনের সদস্যরা ফেরিওয়ালা, গাড়ি চালক ও দোকানির ছদ্মবেশে দাওয়াতি কার্যক্রম চালাচ্ছে। এই আল-আনসারের প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম ওরফে রাশেদ ওরফে বাবুসহ ৫ জনকে গ্রেফতার করেছে ৱ্যাব। গতকাল বুধবার ভোরে হাজারীবাগের রায়েরবাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলেন আবু বক্কর মনির, আব্দুল্লাহ আল মামুন মিয়া, রাইসুল ইসলাম ওরফে রাসেল ও আবদুল মালেক। এরা সবাই আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য ছিলেন। তাদের কাছ থেকে আল-কায়দা’র প্রকাশিত বইয়ের বাংলা অনুবাদ করা বই, উগ্রপন্থি বই, প্রশিক্ষণ বই, প্রশিক্ষণ প্রোগ্রাম, কম্পিউটার, ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। ৱ্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সিটিসেল বন্ধে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : বিটিআরসি
স্টাফ রিপোর্টার: বকেয়া পৌনে পাঁচশ কোটি টাকা পরিশোধ করতে না পেরে খাদের কিনারে পৌঁছে যাওয়া দেশের একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেল বন্ধ করে দেয়া হবে কি-না সে বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। সিটিসেলের একটি প্রতিনিধি দল দুদিন আগে বিটিআরসিতে গিয়েছিলো জানিয়ে সংস্থার চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আলোচানার সারসংক্ষেপ সরকারের কাছে পাঠানো হবে। সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে- সিটিসেল বন্ধ হবে কি হবে না। পাওনা টাকা আমরা নেব কি নেবো না তা- সরকারের সিদ্ধান্তের বিষয়। বড় ধরনের সঙ্কটে পড়া সিটিসেলের গ্রাহক সংখ্যা কমতে কমতে জুন শেষে মাত্র ৭ লাখে ঠেকে যা বাংলাদেশের মোট মোবাইলফোন গ্রাহকের এক শতাংশেরও কম। আর বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন প্রক্রিয়ার পর বর্তমানে সিটিসেলের দেড় থেকে ২ লাখ গ্রাহক রয়েছে বলে বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের জানান।
রায়ের প্রভাব কার্যক্রমে পড়বে না : ব্র্যাক
স্টাফ রিপোর্টার: আয়কর পরিশোধ করা নিয়ে আপিল বিভাগের রায়ের প্রভাব প্রতিষ্ঠানের কার্যক্রমে পড়বে না বলে সারাদেশে সংস্থার সেবাগ্রহীতা ও অংশীদারদের আশ্বস্ত করেছে ব্র্যাক। গতকাল বুধবার আপিল বিভাগের এক রায়ে ৪০৪ কোটি টাকা আয়কর পরিশোধের আদেশ হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম এনজিওটি। বিবৃতিতে বলা হয়, এই রায়ের ফলে দেশজুড়ে চলমান ব্র্যাকের মানবসেবামূলক কর্মসূচিতে বা কর্মসূচিসমূহের সেবাগ্রহীতাদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। গত ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ কর আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের সিদ্ধান্ত বহাল রেখে বুধবার রায় দিয়েছে আপিল বিভাগ। কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে ব্র্যাকের আবেদনে হাই কোর্ট বলেছিলো, এনজিওটি ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য। তবে আপিল বিভাগ হাই কোটের্র ওই রায় বাতিল করেছে।