দামুড়হুদায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মহিলার মিলেছে পরিচয় : লাশ হস্তান্তর

 

ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন : আহত শিশুটি সুস্থ্য আছে 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকা দেড় বছরের কন্যাশিশুসহ মধ্যবয়সী অজ্ঞাত পরিচয়ের এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নিহত মহিলার পরিচয় পাওয়া গেছে। তার নাম সাহিদা খাতুন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের সিরাজ খাঁর স্ত্রী। আহত শিশুকন্যাটি তারই মেয়ে। সে নিজ বাড়ি থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলো বলে জানা গেছে। গতকাল বুধবার সকালে নিহত সাহিদার ছোট ভাই ছাত্তার মুহুরী তার লাশ শনাক্ত করলে নিহতের মরদেহ তার কাছে হস্তান্তর করে পুলিশ। গতকাল দুপুরে নিহতের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। নিহত মহিলার সাথে থাকা আহত শিশুকন্যাটি বর্তমানে সুস্থ আছে। তার নাম মাহিরণ। এদিকে ওই মহিলা কোন আলমসাধু থেকে পড়ে মারা যাননি বলে জানিয়েছেন কার্পাসডাঙ্গার বেশকিছু আলমসাধু চালক। তারা বলেছেন ওই মহিলা চার চাকার সিএনজির ধাক্কায় আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে লাশের পরিচয় মেলায় মরদেহ তার আপন ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দ্রবাস সড়কে রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকা এক শিশুসহ মধ্যবয়সী নারীকে উদ্ধার করে দুপুর ১২টার দিকে লতিফ নামের এক করিমনচালক তাদেরকে মুমূর্ষু অবস্থায় চিৎলা হাসপাতালে নিয়ে আসেন। সড়ক দুর্ঘটনায় ওই মহিলার ডান হাত ভেঙে যায় এবং তার মাথাফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

Leave a comment