ঝিনাইদহ প্রতিনিধি: পৃথক ঘটনায় গতকাল বুধবার ঝিনাইদহে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের উপেন চন্দ্র নাথের ছেলে নিমাই চন্দ্র নাথ (৬০) ও কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফয়লা গ্রামের বজলুর রশিদ নান্নুর ছেলে স্থানীয় শহীদ নুর আলী কলেজের ছাত্র ফজলে রশিদ রাব্বি (১৬)। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, রাব্বি ও তার বন্ধু রকি দুজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে কোলা-কালীগঞ্জ সড়কের মিশনপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত রকিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে গাছের ডাল পড়ে নিমাই চন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে নিমাইচন্দ্র বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাছের একটি ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তিনি আরো জানান, ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর হাসপাতালে বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।