গাংনীর সেই রাসেলের দুই বছর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের ভিটাপাড়ার রাসেল হোসেন (২৫) নামের মাদকব্যবসায়ী ও মাদকসেবীকে দুই বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আড়ইশ গ্রাম গাঁজাসহ গ্রেফতারের পর গতকাল বিকেলে গাংনী সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ ও দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত রাসেল হোসেন ভিটাপাড়ার হারেজ আলীর ছেলে। নেশাগ্রস্থ ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে আর্জি জানিয়েছিলেন তার পিতামাতা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাসেল হোসেন একজন চিহ্নিত মাদকসেবী ও মাদকব্যবসায়ী। মাদকসহ বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতার হয়। জামিনে মুক্তি পেয়ে আবারো মাদকের সাথে জড়িয়ে পড়ে। গাঁজা রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

দুপুরে গাংনী-ধানখোলা সড়কের ধানখোলা মাঠ এলাকা থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

এসআই মনিরুজ্জামান জানান, মাদকাসক্ত রাসেল আহম্মেদকে নিয়ন্ত্রণ করতে না পেলে হারেজ আলী মেহেরপুর পুলিশ সুপারের কাছে সহযোগিতা চেয়েছিলেন। পুলিশ সুপারের নির্দেশে গত কয়েকদিন ধরেই রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছিলো।

Leave a comment