আগামী ফেব্রুয়ারিতে ভারতে টেস্ট খেলবে বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মাটিতে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। হায়দরাবাদে ৮-১২ ফেব্রুয়ারি এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ভারত ছাড়া আইসিসির সব পূর্ণ সদস্য দেশে টেস্ট খেলেছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে মাত্র দুটি সীমিত ওভারের টুর্নামেন্ট খেলতে ভারত সফর করেছে, যার একটি ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কোয়ালিফায়ার এবং চলতি বছরের ওয়ার্ল্ড টি টোয়েন্টি।

বিসিবি প্রধান নাজমুল হাসান বিসিসিআই টেস্ট ম্যাচের দিনক্ষণ নিশ্চিত করার বিষয়টিকে উদযাপনের উপলক্ষ হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, ভারতের মাটিতে টেস্ট খেলার দীর্ঘ অপেক্ষার অবসান হলো, এখন উদযাপনের সময়। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেন, বাংলাদেশের সাথে ম্যাচটি ২০১৬-১৭ ঘরোয়া মরসুমে দারুণ একটি সংযোজন। তিনি যোগ করেন, শীর্ষস্থানীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আমাদের সব টেস্ট খেলুড়ে দেশকে খেলার সুযোগ দেয়ার দায়িত্ব আছে। আমি অত্যন্ত আনন্দের সাথে বাংলাদেশের সাথে ঐতিহাসিক একমাত্র টেস্টটি ঘোষণা করছি। ২০১৬-১৭ ঘরোয়া মরসুমে রেকর্ড ১৩টি টেস্ট খেলবে ভারত। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ভারত সফর করবে।

বিসিবি সভাপতির মতে ম্যাচটি দারুণ প্রতিদ্বন্দিতাপূর্ণ হতে যাচ্ছে। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের যে খেলোয়াড়রা এ ম্যাচে খেলবে তাদের কাছে এ ম্যাচটি বহুল প্রত্যাশিত। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ফরম্যাটে এই দু দেশের যে প্রতিদ্বন্দ্বিতা দেখো গেছে তাতে আমি নিশ্চিত যে দুই ক্রিকেট পাগল দেশের মানুষের কল্পনাকে ছুঁয়ে যাবে।

Leave a comment