মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রাম থেকে সন্ধ্যারাতে অপহৃত প্রবাসী কামাল (৪০) বাড়ি ফিরেছেন। প্রায় ২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে গতকাল সোমবার ভোররাতে প্রবাসী কামালকে ছেড়ে দিয়েছে অপহরণকারী দুর্বৃত্তরা।
বাড়ি ফিরে প্রবাসী কামাল জানান, রাতের খাওয়া শেষে ঘুমাতে গেলে রাত সাড়ে ৮টার দিকে ১২-১৪ জনের অস্ত্রধারী একদল সন্ত্রাসী তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা তাকে পার্শ্ববর্তী মাঠে নিয়ে মারধর করে। এ সময় তার স্বজনদের কাছে মোবাইলফোনে মুক্তিপণ হিসেবে কাছে ৫ লাখ টাকা দাবি করে। ভোরের দিকে নগদ দেড় লাখ টাকা ও একভরি ওজনের একটি সোনার হার দেয়ার পর অপহরণকারীরা তাকে মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বলে সূত্র জানায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি কামাল জানান, অপহরণের খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য মুজিবনগর থানা পুলিশের একটি দল রাতভর গোপালপুর-কাঁঠালপোতার মাঠে তল্লাশি চালায়। ভোরের দিকে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দিলে তিনি বাড়ি ফিরে আসেন। তবে মুক্তিপণ বাবদ কোনো লেন-দেন হয়েছে কি-না তা তিনি জানেন না বলে জানান।