মেহেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা সম্পন্ন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে শেষ হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষ মেলা। গতকাল সোমবার বিকেলে বৃক্ষ মেলার সমাপ্ত ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মান্নাফ কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, বন বিভাগের সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরিন সুলতানা, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেন প্রমুখ।

এবারের বৃক্ষমেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, ২য় হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতর, ৩য় হয়েছে মেহেরপুর বন বিভাগ। স্টলের মধ্যে প্রথম হয়েছে আমঝুপি নার্সারী, ২য় পপি নার্সারী, ৩য় হয়েছে ভাই ভাই নার্সারী। বৃক্ষ মেলার আয়োজন করেন মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ, ও কৃষি সম্প্রসারণ অধিদফতর।

Leave a comment