বেলগাছি আছির উদ্দীন ইসলামি মাদরাসার মুহতামিম আব্দুল মান্নানের ইন্তেকাল : শোক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি আছির উদ্দীন ইসলামি মাদরাসার মুহতামিম মাওলনা আব্দুল মান্নান মাদরাসা থেকে আনুষ্ঠানিক বিদায় নেয়ার ৫ দিন আগেই চিরবিদায় নিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি তার বাড়ি ফার্মপাড়া থেকে মাদরাসার উদ্দেশে রওনা হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি….. রাজেউন)।

জানা গেছে, ফরিদপুর আলফাডাঙ্গার মৃত আদিল উদ্দীনের ছেলে আব্দুল মান্নান দীর্ঘ প্রায় তিন যুগ আগে চুয়াডাঙ্গায় আসেন। ফার্মপাড়ায় বসবাস শুরু করেন। বেলগাছি আছির উদ্দীন ইসলামি মাদরাসার মুহতামিম পদে দায়িত্ব নেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একই দায়িত্ব পালন করেন। আগামী শনিবার মুহতামিম পদ থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র নেয়ার কথা ছিলো তার। এরই মধ্যে গতকাল তিনি হঠাত অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ তথ্য জানিয়ে পরিবারের সদস্যরা বলেছেন, গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাদরাসার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হৃদরোগে আক্রন্ত হয়ে ইন্তেকাল করেন। গতকালই বাদ আছর মাদরাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। নামাজে জানাজায় অসংখ্য মসুল্লি শরিক হন। অনেকেই বলেন, মাদরাসার বড় হুজুর আব্দুল মান্নান একজন ভালো মানুষ ছিলেন।

Leave a comment