দামুড়হুদার কোমরপুরের আরিফুলের অপহরণ নাটক না অন্যকিছু

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা কোমরপুরের দিনমুজুর আরিফুল সত্যিই কি অপহৃত হয়েছিলেন, নাকি কাউকে ফাঁসানোর জন্যে অপহরণ নাটক সাজাতে চেয়েছিলেন? গতকাল সোমবার আরিফুল বাড়িতে ফিরে এলে এলাকাবাসীর মধ্যে এরকমই প্রশ্ন দানা বাঁধে। উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের আব্দুল বারেক খাবলির ছেলে আরিফুল ইসলাম (৩৮) রহস্যজনকভাবে গত রোববার গভীররাতে নিখোঁজ হন। রাতে পুলিশ ও এলাকাবাসী তার সন্ধান পেতে ব্যার্থ হয়। ঘটনার ৬ ঘণ্টার মাথায় গতকাল বাড়ি ফিরে আরিফুল জানান রাতে তাকে অপহরণ করে মাঠে একটি গাছে তাকে বেঁধে রাখা হয়। তিনি জানান প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে ঘরের পেছনে ওত পেতে থাকা ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে যায়। ভোরে তিনি একাই বাঁধন খুলে বাড়িতে চলে আসেন বলে জানান। অনেকেই ধারনা করছেন কাউকে না কাউকে ফাঁসানোর উদ্দেশে আরিফুল এ ঘটনা সাজিয়েছেন। তবে পুলিশ জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

Leave a comment