জীবননগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

জীবননগর ব্যুরো: জীবননগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের চাবিকাঠি প্রতিপাদ্য বিষয় নিয়ে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এমআর বাবু ও জাতীয় তরুণ সংঘের উপজেলা ম্যানেজার আশরাফুজ্জামান। সভায় উপস্থিত বিভিন্ন মায়েদের ব্রেস্ট ফিডিং সম্পর্কিত নানা তথ্য উপাত্ত তুলে ধরে আলোচনা করা হয়। উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আবু আনসারের পরিচালনায় আলোচনাসভা ও ৱ্যালিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, শিশুদের মায়ের দুধ খাওয়ানো, টেকসই উন্নয়নের চাবি কাঠি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আব্দুল হালিমের নেতৃত্বে শহরের ঈদগা গেটের সামনে থেকে একটি ৱ্যালি বের হয়। ৱ্যালিটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ৱ্যালিতে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, বিএম’র সাধারণ সম্পাদক ডা. আবু তাহের ও হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা ৱ্যালিতে অংশগ্রহণ করেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস সপ্তাহ পালন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে গতকাল সোমবার সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য চত্বর থেকে উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. শাহাব উদ্দীনের নেতৃত্ব একটি ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ফকরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৱ্যালিতে অংশ নেয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো শিশুকে মায়ের দুধ খাওয়ানা, টেকসই উন্নয়নের চাবিকাঠি।

Leave a comment