জঙ্গিবাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ

জঙ্গিবাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ

মাথাভাঙ্গা ডেস্ক: গতকাল ছিলো প্রতিবাদের দিবস। এ প্রতিবাদ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশের সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে মানববন্ধনে দাঁড়িয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সাথে জঙ্গি রুখতে সামাজিক আন্দোলনের তাগিদ দেয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মীরাও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নির্মূলে তাদের অবস্থান তুলে ধরে। বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। জঙ্গিবাদ রুখে দেয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন, শোভাযাত্রা  করে শিক্ষার্থীরা। গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মাসপূর্তিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী সোমবার দেশব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে রাজু স্মারক ভাস্কর্য পর্যন্ত রাস্তার দুই পাশে মানববন্ধন কর্মসূচি পালন কয়েক হাজার শিক্ষক- শিক্ষার্থী। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার, মিরপুর, ধানমন্ডি, উত্তরা, বনানী, গুলশানসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, স্কুল ও কলেজের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী।

‘রুখি জঙ্গি গড়ি দেশ, চাই জঙ্গিমুক্ত বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গায় জঙ্গি বিরোধী মানববন্ধন ও বিশাল এক ৱ্যালি করে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি নির্দেশিত দেশব্যাপী জঙ্গি বিরোধী কর্মসূচির আলোকে ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গায় এ জঙ্গি বিরোধী মানববন্ধন ও ৱ্যালি করা হয়েছে। জঙ্গি সমস্যা আজ আর কোনো একক সমস্যা নয়। এটা এখন জাতীয় সমস্যা। তাই এ দিকে লক্ষ্য রেখে এই ইউনিভার্সিটি স্লোগান ঠিক করে ‘রুখি জঙ্গি গড়ি দেশ, চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ।’ ৱ্যালিটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে একাডেমির মোড় হয়ে বড় বাজার ট্রাফিক মোড় ঘুরে ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে ইউনিভার্সিটির ৭টি বিভাগের শ শ ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। ৱ্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আবদুল মোত্তালিব, রেজিস্ট্রার প্রফেসর হারুন-অর-রশীদ, সহকারী রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মহবুব আলম, ডেপুটি ডিরেক্টর অব ফিন্যান্স প্রফেসর আবদুল মজিদ, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইমরোজ মোহাম্মদ শোয়েব, কৃষি বিভাগের গোলাম ছরোয়ার ও ড. নাহিদ পারভেজ, সমাজ বিজ্ঞান বিভাগের সামসুন নাহার বেগম ও বিজনেস অ্যাডমিনিস্টেশন বিভাগের নাজমুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ইংরেজি বিভাগের লেকচারার আমিরুল ইসলাম জয়।

এদিকে গতকাল সোমবার আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কে পৌর ডিগ্রি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানবন্ধনে অংশগ্রহণ করেন কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মানববন্ধন শেষে কলেজ চত্বরের বকুলতলায় অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন প্রভাষক খসরুজ্জামান, সহকারী অধ্যাপক শেখ সেলিম ও অধ্যক্ষ লুৎফর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানববন্ধন পালন করে। কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশ নেন। চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মতিন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিলকিস জাহান, রউফুন নাহার রীনা।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রাহেলা খাতুন গার্লস একাডেমি, আদর্শ উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী একযোগে মানববন্ধন করেন। মানববন্ধনে দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের দাবি জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. রজবেল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে জঙ্গিবাদ বিরোধী ৱ্যালি বের হয়। ৱ্যলিটি সিভিল সার্জন অফিস থেকে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে গিয়ে মানববন্ধনে অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএমএ সভাপতি ও স্বাচিপ আহ্বায়ক ডা. মার্টিন হীরক চৌধুরী।

আলুকদিয়া প্রতিনিধি জানিয়েছেন, গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয় মানববন্ধন করে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশ নেয়। নেতৃত্ব দেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বদরগঞ্জ ডিগ্রি কলেজ মানববন্ধন কর্মসূচি পালন করে। কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম নেতৃত্বে দেন। বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার উদ্যোগে মানববন্ধনে নেতৃত্ব দেন অধ্যক্ষ মুহা. আব্দুল জলিল হাওলাদার। আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ।

 

সরোজগঞ্জ/পাঁচমাইল প্রতিনিধি জানিয়েছেন, তেতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লাহ শেখের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কলেজের  ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জুয়েল রানার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী। ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মানববন্ধন পালন করে। বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লাহ শেখ ও প্রধান শিক্ষক আবু সালেহ।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছন, ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, এসএমসি সদস্য তাহাজদ্দিন, ছাত্তার, শিক্ষক লোকমান হোসেন, বাবুল আক্তার প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় সকল কলেজ, মাদরাসা ও হাইস্কুলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হারদী এমএস জোহা বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। কলেজ অধ্যক্ষ ওমর ফারুকের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ নিয়ামত আলী, নূরুল ইসলামসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

উসমানপুর-প্রাগপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা স্থানীয় বাজারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মাদরাসার অধ্যক্ষ এএমএম আমানত উল্লাহর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ শামসুজ্জামান, জহুরুল ইসলাম, মাও.আব্দুল কাদের, মুজিবুল্লাহ, প্রভাষক সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, সেলিম রেজা, মাহের আলী, আব্বাছ আলী, মোস্তাক আহাম্মেদ, শাহীন আলম, নজরুল ইসলাম, আসাদুজ্জামান, ইব্রাহিম চৌধুরী, আলাউদ্দিন, নারগিছ আক্তার, আব্দুল বারীসহ অত্র মাদরাসার শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

এছাড়াও আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এরশাদপুর একাডেমি, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আসমানখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সভাপতি ও অথিতিদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অথিতি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ একাডেমী, মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপিঠ মানববন্ধন কর্মসূচি পালন করে। নেতৃত্ব দেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যথাক্রমে আতিয়ার রহমান, শঙ্কর পাত্র ও আহাদ আলী মোল্লা।

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে। আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রাইপ পলিটেকনিক ইন্সটিটিউট, হারদী মীর সামসুজ্জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করা হয়। আলডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নর্দান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসে মানব বন্ধন কর্মসূচি পালন করে। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  প্রফেসর ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর ইমদাদুল হক

দর্শনা অফিস জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে দর্শনা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় দক্ষিণচাঁদপুর ও আলহেরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সহকারী অধ্যাপক গোলাম কাউসার, আনিসুর রহমান, ড. রোকুনুজ্জামান, সিরাজুল ইসলাম, এসএম জিয়াউল ইসলাম, মনোয়ারা খাতুন, ফরিদা খানম প্রমুখ। দক্ষিণচাঁদপুর ম্যাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা নাহিদ পারভেজ, তোফাজ্জেল হোসেন তপু, আলআমিন, প্রভাত প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যাণ্ড কলেজ, দামুড়হুদা পাইলট মডেল হাইস্কুল, ডিএস দাখিল মাদরাসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলীর নেতৃত্বে সমাবেশ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.আবুল হাসান মোহাম্মদ ওয়াহেদের নেতৃত্বে হাসপাতাল সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, বিভিন্ন কলেজ, মাদরাসা ও ম্যাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, ইসলামী ব্যাংকের ম্যানেজার নূর মোহাম্মদ, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে মানববন্ধন পালন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, রফিকুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মাহমুদা খাতুনের নেতৃত্বে জীবননগর হাসপাতাল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ ও অধ্যক্ষ মো. আলাউদ্দিনের নেতৃত্বে আদর্শ মহিলা কলেজ, ইউএনও নূরুল হাফিজ ও প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের নেতৃত্বে জীবননগর পাইলট বালিকা বিদ্যালয়, জীবননগর-জিন্নাহনগর সড়কে প্রধান শিক্ষক বাকীবিল্লাহর নেতৃত্বে শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও  অধ্যক্ষ মাও. আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর উপজেলা আলিম মাদরাসা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদের নেতৃত্বে জীবননগর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আখতারের নেতৃত্বে জীবননগর ডিগ্রি কলেজ, প্রধান শিক্ষক সাইদুর রহমানের নেতৃত্বে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন ও হাসাদাহ ফাঁড়ি ইনচার্জ এসআই রবিউল ইসলামের নেতৃত্বে হাসাদাহ মডেল ফাজিল মাদরাসা ও সুপারিনটেনডেন্ট শরিফুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফরের নেতৃত্বে সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদরাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, কার্পাসডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পার্শ্ববর্তী এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও রাস্তায় নেমে মানববন্ধনে অংশ নেয়। কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয় ব্রিজমোড়ে, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, মাধ্যমিক বালিকা বিদ্যালয় ব্রিজমোড়ে, কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল  বিএ মাদরাসা কাউন্সিল মোড়, কার্পাসডাঙ্গা হাদিকাতুল উলুম বালিকা মাদরাসা গোরস্তান মোড়ে, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় বিজিবি ক্যাম্পের সামনের রাস্তায় মানববন্ধন করে।

ভ্রাম্যমাণ সংবাদদাতা জানিয়েছে, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, ফাযিল বিএ মাদরাসা, বালিকা মাদরাসা,  বালিকা বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পৃথকভাবে মানববন্ধন পালন করে। এতে  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বিদ্যুতসাহী সদস্য জাহিদুল ইসলামসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আশরাফিয়া আলিম মাদরাসা পৃথক পৃথক সমাবেশ, ৱ্যালি ও মানববন্ধন করে। ৱ্যালি  বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্ব স্ব বিদ্যালয়ের সামনে শেষ হয়। বক্তব্য রাখেন মীর মকলেচুর রহমান টজো, ফাতুরুজ্জামান, মোস্তাফিজুর রহমান সোনা ও মাও. সাইফুজ্জামান প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক আল আমিন ইসলাম ধুমকেতুসহ ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাব-উদ-দৌল্লার নেতৃত্বে মহিলা কলেজ চত্বরে সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে করে। অধ্যক্ষ একরামুল আযীমের নেতৃত্বে মেহেরপুর-কাথুলী সড়কে পৌর ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করে। অধ্যক্ষ আখতারুজ্জামানের নেতৃত্বে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের প্রভাষক আসকার আলী, মফিজুর রহমান, কামরুজ্জামান, রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। উপাধ্যক্ষ সামছুর রহমান টুটুলের নেতৃত্বে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ শহরের হোটেল বাজার এলাকায়, অধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এআরবি কলেজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আনসার উদ্দিন বেলালীর নেতৃত্বে কোর্ট চত্বরে দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসা, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝার নেতৃত্বে পৌরসভার সামনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক অজিত কুমার রায়’র নেতৃত্বে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উপজেলার রাধাকন্তপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আরআর মাধ্যমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী সরকারি কলেজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্বে ছিলেন সংযুক্ত অধ্যক্ষ আতাউল খান চৌধুরী ও অধ্যক্ষ মনিরুল ইসলাম। অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী।

এদিকে একই সময়ে মহিলা ডিগ্রি কলেজের আশপাশের সড়কে মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলীর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রী ও শিক্ষকদের পাশাপাশি আশপাশের লোকজনও অংশ নেয়।

একই সময়ে গাংনী সিদ্দিকীয় সিনিয়র (আলিম) মাদরাসার সামনের সড়কে মানববন্ধন পালন করা হয়। নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ আহসান হাবীব। একই সময়ে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি পালন করে গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়, তেরাইল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, গাংনী বিএম কলেজ, ধানখোলা বিএম কলেজ, মড়কা জাগরণ কলেজ, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়, বামন্দী স্কুল অ্যান্ড কলেজ, এমএইচএ বালিকা বিদ্যালয়, বাওট সোলায়মানিয়া মাধ্যমিক বিদ্যালয়, হোগলবাড়িয়া হাজি ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়, মহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বামন্দী বালিকা বিদ্যালয়সহ এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মানববন্ধন কর্মসূচি পালন করে।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, দুপুর ১১টায় উপজেলা চত্বরের সামনে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন। একই স্থানে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়, বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ও গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধনে নেতৃত্ব দেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক। এছাড়াও মুজিবনগরের বিভিন্ন সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মানববন্ধনে নেতৃত্ব দেন মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিয়ামত আলী, গাউছিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান টিটু, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জহিরুল ইসলাম। এছাড়াও মুজিবনগর উপজেলার ১৬ মাধ্যমিক বিদ্যালয়, ৪ মাদরাসা ও ৩টি কলেজ সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করে।

এছাড়া দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়াজনে মানববন্ধন ও বর্ণাঢ্য ৱ্যালি নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহাব উদ্দীন।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে মানববব্ধন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ বাদশা আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলাউদ্দীন আজাদ, অধ্যাপক খোন্দকার আবুল বাশার, তোফাজ্জেল হোসেন, ড. নওশের আলী প্রমুখ। অপরদিকে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি বালক বিদ্যালয়ের সামনে, শহরের পোস্ট অফিস মোড়ে সরকারি বালিকা বিদ্যালয়  ও সদর হাসপাতালে সিভিল সার্জনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া আব্দুর রউফ ডিগ্রি কলেজে কর্মসূচি পালিত হয়।

হরিণাকুণ্ডু প্রতিনিধি জানিয়েছেন, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের কর্মসূচির নেতৃত্ব দেন অধ্যক্ষ মোক্তার আলী। জোড়াদহ কলেজ, হরিণাকুণ্ডু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হরিণাকুণ্ডু প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, জোড়াপুকুরিয়া মান্দারতলা মাধ্যমিক বিদ্যালয় এবং হরিণাকুণ্ডু আলিম মাদরাসায় কর্মসূচি পালিত হয়।

ইবি প্রতিনিধি জানিয়েছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।