গাংনী প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদায় পৃথক দুটি স্থানে বাউল ও বাউল আশ্রমে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারপূর্বক সাজা দাবিতে মেহেরপুর গাংনীতে মানববন্ধন করেছেন বাউল সম্প্রদায়ের সদস্যবৃন্দ। গতকাল সোমবার দুপুরে গাংনী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে লালন ভক্ত বাউলবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বাউল সম্প্রদায় সংগঠনের সভাপতি মজনুল হক। বাউলদের প্রসঙ্গের পাশাপাশি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান অংশগ্রহণকারী। বক্তব্য রাখেন গাংনী উপজেলা বাউল সম্প্রদায় সংগঠনের সহসভাপতি বান্টু বিশ্বাস, কমরেড জালাল উদ্দীন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আব্দুস সাত্তার, প্রভাষক মহিবুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন বাউল তৈয়ব আলী শাহ, রমজান শাহ, গোলাম শাহ, দাউদ শাহ, জয়নাল শাহ, চমৎকার শাহসহ বিভিন্ন এলাকার লালন ভক্ত বাউল-ফকিরবৃন্দ।