গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে যাত্রীবাহী লোকাল বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশে যাওয়ার পথে একটি ট্রাককে পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বামন্দীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুরে দোয়েল পরিবহন নামের ওই যাত্রীবোঝাই লোকাল বাসটি (মেহেরপুর-ব-৯) কুষ্টিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে বাসটি। এতে অন্তত ২৫ যাত্রী আহত হন। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
আহতদের মধ্যে গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের খুশি আক্তার (১৩), বাদিয়াপাড়ার মিলি খাতুন (২২), মটমুড়া গ্রামের সালেহা খাতুন (৩৫), মহাম্মদপুরের রুবেল হোসেন (২৫) ও জনি মিয়া (২৪), বেতবাড়িয়া গ্রামের বোরহান উদ্দীন (২৬), কাথুলী গ্রামের শহিদুল ইসলাম (৪২), কোদালইকাটির বিসারত হোসেন (৬৩), করমদী গ্রামের সখিনা খাতুন (৫২) ও সাহারবাটি গ্রামের সখিনা খাতুনকে বামন্দীর দুটি ক্লিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। এদিকে ঘটনার পর থেকে চালক ও হেলপার-সুপারভাইজার বাস ফেলে সটকে পড়ে। বাসটি উদ্ধারসহ আহতদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।