দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব গ্রহণ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মেম্বারগণ তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন ও সাবেক চেয়ারম্যান, মেম্বারদের বিদায় দেয়া হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিদায়ী চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে দায়িত্বভার গ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ছাত্রলীগের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু ফুল দিয়ে বরণ ও বিদায়ী চেয়ারম্যান আবুল কাশেমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা। দায়িত্বভার নেয়া নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু বলেন, কোনো জনপ্রতিনিধি বিজয়ী হলে তিনি একক কোনো দলের জনপ্রতিনিধি আর থাকেন না। তিনি ইউনিয়নের সকল নাগরিকের প্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আ.লীগের সদস্য উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ভুট্টু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদার, সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক শওকত আলী, ২ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ডা. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আ.লীগ নেতা শিক্ষক আলাউদ্দীন, গোলাম রসুল, হাজি ফজলুল হক, রবিউল হোসেন শুকলাল, সবুর মেম্বার, লিয়াকত মেম্বার, মুনসুর মিয়া, আব্দুল হামিদ, শরিফ মেম্বার, আব্দুল হান্নান, হাকিম মেম্বার, রাজ্জাক মেম্বার, ভগু মেম্বার, আসলাম মেম্বার, মুকুল মেম্বার, মনি মেম্বার এবং ৯ ওয়ার্ডের নবনির্বাচিত পুরুষ ও মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম বিশ্বাস। যুগ্ম আহ্বায়ক শহিদুল সর্দার, যুবলীগ নেতা জাহিদুর রহমান মুকুল, শমির, আশরাফ, শুকুর আলীসহ কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ। কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সহসভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা শাহীন, জাফর, সাদ্দাম, রকিবুল, সাজ্জাদ, রিয়াদ প্রমুখ কার্পাসডাঙ্গা ইউপি সচিব মহি উদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম।

 

Leave a comment