সীমান্ত ট্রেনের যাত্রাবিরতিসহ কয়েকটি দাবি পূরণের আশ্বাস
আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এমপি আলমডাঙ্গা স্টেশনে পৌঁছুলে তাকে সংবর্ধনা জ্ঞাপন ও সীমান্ত ট্রেন স্টপেজের দাবি জানানো হয়। সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গতকাল দুপুরে আলমডাঙ্গা রেলস্টেশনে পৌঁছুলে যুবলীগের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা জ্ঞাপনসহ আলমডাঙ্গাবাসীর পক্ষ থেকে সীমান্ত ট্রেন আলমডাঙ্গা স্টেশনে স্টপেজ, নতুন যাত্রী ছাউনি, ঐতিহ্যবাহী রেলস্টেশনটির মূল স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রেখে আধুনিকায়ন ও সীমানা পাঁচিল নির্মাণের দাবি জানানো হয়। এ সময় রেলওয়ে মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর এমপি সকলকে আশ্বস্ত করে বলেন, আপনাদের দাবিগুলো লিখিতভাবে দেবেন। আগামী ৮ আগস্ট স্থায়ী কমিটির মিটিং রয়েছে, ওই মিটিঙে আপনাদের সমস্যাগুলোর সমাধান করা হবে। আগামীতে তিনি সময় পেলেই মাঝে-মধ্যে আলমডাঙ্গায় আসবেন বলেও জানান।
৮/১০ মিনিটের যাত্রাবিরতিকালে আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, শাহীন রেজার নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনপূর্বক আলমডাঙ্গাবাসীর পক্ষে এ দাবি দাওয়া তুলে ধরা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক নেতা তরিকুল ইসলাম টুকুল, যুবলীগ নেতা উৎপল, রাজু, মোল্লা শাহীন, রাজু আহমেদ, আব্দুর রশিদ, রেজাউল হক, রবিউল ইসলাম, নূর ইসলাম, মীর তৌফিক, তুমন খান, শাহীন, রবিন, টাইগার, আলীম, রহমত, জিনারুল, কামরুল,বাপ্পি, নজরুল, (অব. আর্মি) কামরুল হাসান, (বিডিআর) মাহবুব রাজু, বাইতুল, সিদ্দিক, টুটুল, হাফিজ, বিল্লাল মাস্টার, মিকাইল, তুহিন মোল্লা, পিকু, রাফিজুল, এরশাদ, সম্রাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা তপন, ছাত্রলীগ নেতা রনি, সনি প্রমুখ।