দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরস্থ বাউল আস্তানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে বাঁশি, কাশি, ঢোল, খোল, ডুগি, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, জিপসিসহ সমস্ত বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে সৌরবিদ্যুতের ব্যাটারি এবং একটি শ্যালোমেশিন। ভয়ে আতঙ্কে আশ্রম ছেড়ে পাশের গ্রামে রাতযাপন করেছেন সাধু বাউল গুরু জুলমত শাহসহ তার কয়েক ভক্ত। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া হয়েছে সহযোগিতার আশ্বাস। জেলা বাউল সংঘের সভাপতি মনিরুজ্জামান ধীরু বলেছেন, ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান, আসামিদের ধরতে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া উপজেলার সমস্ত বাউল আশ্রমগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
উল্লেখ্য, কুমিল্লার ল্যাংটা বাবার অনুসারী চুয়াডাঙ্গা জেলা সদরের কুলচারার হোসেন শাহ’র ভক্ত দামুড়হুদা প্রতাপপুরের মৃত খোয়াজ মণ্ডলের ছেলে বাউল গুরু জুলমত শাহ গোবিন্দপুরস্থ মোল্লারচর মাঠপাড়ায় প্রায় ৬ বছর আগে তিন বিঘা নিজস্ব জমির ওপর বাউল আশ্রম গড়ে তোলেন। ওই বাউল আখড়ায় গত শুক্রবার রাতে ৮-১০ জনের সশস্ত্র অজ্ঞাত দুর্বৃত্ত ঢুকে ঘুমন্ত বাউলদের ডাকে। এরপর বাউল গুরু জুলমত আলী শাহ, তার স্ত্রী মোমেনা বেগম ও বাউল ভক্ত হরেন্দ্রনাথ গোঁসাইকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা হরেন্দ্রনাথ গোঁসাই ও জুলমত আলী শাহ’র মাথার চুল কেটে দেয়। দুর্বৃত্তরা বাউল আখড়ার সকল জিনিসপত্র বাইরে বের করে আশ্রমরে পাশের দুটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় গত শনিবার বিকেলে বাউল গুরু জুলমত শাহ বাদী হয়ে ৮-৯ জনকে অজ্ঞাত আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে বাউল অনুসারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে আখড়ায় আগুন দেয়াসহ সাধুদের চুল কাটার বিষয়ে বেশকিছু এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাধু গুরু জুলমত শাহ ও তার ভক্তরা ওই আশ্রমে দুই সিজদায় দিনে দুই রাকাত নামাজ পড়ে। এ কারণে তাদের ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।