মেহেরপুরে সাহিত্য পত্রিকা ঠিকানার মোড়ক উন্মোচন

 

মেহেরপুর অফিস: বাংলা সাহিত্যের অন্যতম দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখা ‘ঠিকানা’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করেছে।

জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলমের সম্পাদনায় এবং সাহিত্য পরিষদের প্রকাশনায় গতকাল শনিবার সন্ধ্যায় সাহিত্য পরিষদের কার্যালয়ে মাসিক সাহিত্য বাসরে ‘ঠিকানা’ নামের ওই অনিয়মিত সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। পত্রিকার মোড়ক উন্মোচন করেন ড. গাজী রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি নূরুল আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করমদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, সাহিত্য পরিষদের সহ-সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ, কবি ফজলুল হক সিদ্দিকী, সাহিত্য পরিষদের দফতর সম্পাদক রফিকুল ইসলাম, গ্রন্থগার সম্পাদক শফিকুর রহমান সেন্টু, সদস্য খন্দকার কামরুল হাসান দিপু প্রমুখ।