মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে প্রেসক্লাবে সাংবাদিক অধীর সরকারের অকাল মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে এ সভার আয়োজন করা হয়। মহেশপুর প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় সভাপত্বি করেন ক্লাবের সভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মো. মবিনুল ইসলাম মবিন। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর মেয়র মো. আব্দুর রশিদ খান, মহেশপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর মধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক টিটভ জামাল, প্রভাষক মিনাল কান্তি দেবনাথ, মহেশপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ। বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা শাখার আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, মাতৃভাষা গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক কামরুজ্জান টুটুল। উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়ন গ্রামের কাগজ ইউনিট ডেপুটি চিফ নুর ইমাম বাবুল, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পদক আব্দুস সেলিম, যুগ্ম সম্পাদক আনোয়ারুল মোমিন ব্যালট, অর্থসম্পাদক জাহিদুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, দাউদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার সংগঠন আরডিসির প্রোগ্রামের অফিসার নজরুল ইসলাম।