বুলাওয়ায়োতে ইনিংস হারের শঙ্কায় জিম্বাবুয়ে

মাথাভাঙ্গা মনিটর: টম ল্যাথামার পর রস টেইলর ও বিজে ওয়াটলিংয়ের শতকে বুলাওয়ায়ো টেস্টে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে জিম্বাবুয়ে। ট্রেন্ট বোল্ট তোপে ২১ বলের মধ্যে প্রথম চার উইকেট হারানো স্বাগতিকরা রয়েছে ইনিংসে ব্যবধানে হারের শঙ্কায়। তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনও ২৯১ রান চায় দলটির। ওয়ানডে মেজাজে খেলা ক্রেইগ আরিভন ৪৯ ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার ১৪ রানে ব্যাট করছেন। ৪১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে হারায় জিম্বাবুয়ে। রেগিস চাকাভার চোটে লম্বা সময় ধরে নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান ব্রায়ান চ্যারি উইকেটের পেছনে দাঁড়ানোয় প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করা মাসাকদজাকে ওপরে আনা হয়।

সিকান্দার রাজার বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২টি চারের সাহায্যে ১০৭ রান করেন ওয়াটলিং। তার বিদায়ের সঙ্গেই ৬ উইকেটে ৫৭৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

Leave a comment