স্টাফ রিপোর্টার: পরিশোধন না করে প্রায় ৫৩৩ কোটি টাকা মূল্যের কনডেনসেট (গ্যাসের উপজাত) বাজারে ছেড়ে দিয়ে জ্বালানি তেল ভেজাল করার অভিযোগ উঠেছে তিন রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে। ২০১৫ সালের জুলাই মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত গোল্ডেন রিফাইনারি, লার্ক রিফাইনারি ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি এ তিনটি কোম্পানি মোট সাড়ে ৭ কোটি লিটার কনডেনসেট ক্রয় করেছিলো পেট্রোবাংলার কাছ থেকে। বিধান অনুযায়ী, এই কনডেনসেট পরিশোধন করে সরকারের কাছে বিক্রি করার কথা। কিন্তু তারা বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন) কাছে মাত্র ২৯ লাখ লিটার পেট্রোল ও ডিজেল বিক্রি করেছে। ধারণা করা হচ্ছে, বাকি ৭ কোটি ২১ লাখ লিটারের পুরো কনডেনসেটই রূপান্তর না করে পেট্রোল পাম্পে বিক্রি করে দেয়া হয়েছে, যা পরিশোধনের পর এই জ্বালানির মূল্য দাঁড়ায় প্রায় ৫৩৩ কোটি টাকা। এই অর্থের পুরোটিই ওই তিন কোম্পানির পকেটে চলে গেছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এ প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এহসানুল জব্বার বলেন, জ্বালানি তেল নিয়ে এই অনিয়মের অভিযোগ ওঠায় জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।