চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরম

 

স্টাফ রিপোর্টার: ভরা বর্ষায় চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। মাঝে মাঝে হালকা বৃষ্টি আর সূর্য্যের খরতাপে বাতাস ভারি হয়ে উঠেছে। ফলে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। অল্পতেই দেদারছে ঘামতে হচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ফেনীতে ৩৪ দশমিক ৮ আর চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বাধিক বৃষ্টিপাত গতকাল রেকর্ড করা হয় তেতুলিয়ায় ৬৭ মিলিমিটার। আর চুয়াডাঙ্গায় সারাদিনে মাত্র ১ মিলিমিটার। আবহওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঊড়িষ্যা পশ্চিমবঙ্গো ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রীয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হাল্কাথেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Leave a comment