বিশ্ব টুকিটাকি : বাফেটকে সরিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বেজোস

বাফেটকে সরিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বেজোস

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় ধনকুবের ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন ই-কমার্স সাইট আমাজন ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস (৫২)। ব্যবসাবিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক সময় রাত সাড়ে ৮টায় অর্থ বাজার বন্ধ হওয়ার আগ মুহূর্তে বেজোসের অর্থের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৫৩০ কোটি ডলার। ওই সময় বাফেটের অর্থের পরিমাণ ছিলো ৬ হাজার ৪৯০ কোটি ডলার। ধনী ব্যক্তিদের তালিকায় এখনো শীর্ষেই রয়েছেন ৭ হাজার ৭৭০ কোটি ডলারের মালিক মাইক্রোসফট করপোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। জেফ বেজোস আমাজনের ১৮ শতাংশের মালিক। গত ফেব্রুয়ারির পর থেকে আমাজনের শেয়ারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

সিরিয়ায় এক গ্রামে ২৪ জনকে হত্যা করেছে আইএস

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার একটি গ্রামে অন্তত ২৪ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি-আরব জোট থেকে উত্তর সিরিয়ার ওই গ্রামটি আইএস দখলে নেয়ার পর এক দিনে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল শুক্রবার মনিটরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে এএফপি। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কুর্দি ও আরব যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) থেকে বুয়ির নামের ওই গ্রামটি দখলে নেয়ার পর গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আইএস। গ্রামটি মানবিজ শহর থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে তুর্কি সীমান্ত এবং আইএসের সদর দপ্তর বা কার্যত রাজধানী হিসেবে পরিচিত রাকা শহরের মূল প্রবেশপথে অবস্থিত। সিরিয়ার অভ্যন্তরীণ সূত্র থেকে তথ্য নিয়ে অবজারভেটরি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রচণ্ড আক্রমণের পর আইএস মানবিজের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রাম দখলে নেয়।

যুক্তরাষ্ট্রে ফের পুলিশের ওপর হামলা : নিহত ১

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে সড়কে গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর কেউ জড়িত আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। হতাহত দুই পুলিশ কর্মকর্তা গ্যাং দমন বিভাগের সদস্য ছিলেন। স্থানীয় একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকেসাউথক্রেস্টের এটি ট্রাফিক স্টপে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পরদিন শুক্রবার সান ডিয়াগো পুলিশ বিভাগের পক্ষ থেকে টুইটারে জানানো হয়, খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, আজ রাতে আমাদের একজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আল কায়েদা ছাড়লো সিরিয়ার নুসরা ফ্রন্ট

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার অন্যতম শক্তিশালী ইসলামী বিদ্রোহী দল নুসরা ফ্রন্ট আল কায়েদার সাথে তাদের সংযোগ ছিন্ন করছে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া দলের নাম পরিবর্তন করে এখন জাভাত ফাতেহ আল-শাম, যার অর্থ সিরিয়া বিজয়ের ফ্রন্ট রাখা হয়েছে বলে জানাচ্ছেন নুসরা ফ্রন্টের নেতা আবু মোহাম্মদ আল জুলানি। দলের সিদ্ধান্ত জানাতে প্রথমবারের মত একটি রেকর্ডেড বার্তা প্রচার করে আল-নুসরা ফ্রন্ট। তাতে এই সংগঠনের নেতা আবু মোহাম্মদ আল জুলানিকে বলতে শোনা যায়, আল-কায়েদার সাথে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। সেটি বন্ধ করার জন্য পদক্ষেপ নেয়া জরুরি বলে মনে করছিল নুসরা, আর সে কারণেই আল কায়েদার সাথে সব রকম সংযোগ ছিন্ন করছে নুসরা ফ্রন্ট।তবে, নুসরা ফ্রন্টের এই অবস্থানকে দলটির নতুন পরিচিতি তৈরি এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জন কিরবি বলেছেন, আলেপ্পোতে রুশ বাহিনী এবং সিরীয় সরকারি বাহিনীর কয়েকদিনের হামলায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো যে আল-নুসরাকে এমনিতেই আত্মসমর্পণ করতে হতো। কিন্তু তার আগেই তারা একটি সাবধানী ও চতুর পদক্ষেপ নিল।

বিদেশিসহ ১৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইন্দোনেশিয়া

মাথাভাঙ্গা মনিটর: আগামী কয়েকদিনের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ ব্যক্তির দণ্ড কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া। বিবিসি বলছে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের কর্মকর্তারা জাকার্তাকে ‘অস্বচ্ছ’ বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি দেয়ার অবসান ঘটানোর আহ্বান জানিয়ে  দণ্ড কার্যকর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দণ্ডপ্রাপ্তদের পরিচয় দাফতরিকভাবে প্রকাশ করা না হলেও তাদের অধিকাংশই বিদেশি এবং এদের মধ্যে নাইজেরিয়া, জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নুসাকামবানগান দ্বীপের কারাগারে এদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা রয়েছে।

পুনেতে ভবন ধসে ৯ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: ভারতের পুনেতে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে অন্তত নয় নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষরা জানান, শুক্রবার সকালে ১৩ তলা ভবনের উপরের দিকের অংশ ধসে পড়ে। পুনের মেয়র প্রশান্ত জেগতাপ বলেন, আমরা খুবই গুরত্বের সাথে বিষয়টি তদন্ত করে দেখছি। আমি আমার এলাকায় সব ধরণের নির্মাণ সাইটে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা পর্যবেক্ষণের নির্দেশ দেব। ধসে পড়া ভবনটির নির্মাণ শ্রমিকরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলো কি-না তা জানা যায়নি। ধ্বংসস্তুপের নিচে আর কেউ চাপা পড়ে আছে কিনা সেটা নিশ্চিত করতে ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে বলে এনডিটিভিকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা।

 

Leave a comment