চুয়াডাঙ্গায় মৎস্য আড়ত ও বড়বাজার মাছের বাজারে ভ্রাম্যমাণ আদালত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মৎস্য আড়তে ও বড়বাজার মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফজলুল হক, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, ক্ষেত্র সহকারী আবুল কালাম আজাদ ও পুলিশের একজন এএসআই সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন। অভিযানে গলদা চিংড়ি ও বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার বিষয়সহ অন্য মৎস্য আইনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। তবে অভিযানের সময় মৎস্য আইন ভঙ্গের কোনো ঘটনা পরিলক্ষিত হয়নি বলে মৎস্য কর্মকর্তারা জানান। প্রসঙ্গত, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন ২০০৮ (সংশোধিত) অনুযায়ী প্রক্রিয়াজাতকরণ বা বিপণন অবস্থায় চিংড়ির দেহে অপজাতদ্রব্য পুশ করা হলে সর্বনিম্ন ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।