চুয়াডাঙ্গার কেদারগঞ্জের মুদিব্যবাসায়ী গোলাম হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মাসুদ রানা আটক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কেদারগঞ্জের মুদিব্যবাসায়ী গোলাম হোসেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বড়বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার ও সহযোগীদের নাম বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী গোলাম হোসেনকে ১৩ জুলাই রাতে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতেই তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গোলাম হোসেন ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মারা যান। এ ঘটনায় নিহত স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় চুয়াডাঙ্গার পলাশপাড়ার রবিউল ইসলামের ছেলে মাসুদ রানাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়। মাসুদ রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম হোসেন হত্যাকাণ্ডারে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও তিনি কয়েকজন সহযোগিতার নামধাম বলেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a comment