কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার সড়কে অবৈধ যানবাহন নছিমন, করিমন, আলমসাধু চলাচল করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলার বারবাজার যশোর- ঝিনাইদহ মহাসড়কে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় থানা ভূমিকর্মকর্তা শাহনাজ পারভীন নেতৃত্বে বিভিন্ন অপরাধের জন্য ১০ চালককে মোট ২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।