ইবির অধীনে ফাযিল পরীক্ষা ৩১ জুলাই

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাযিল (ডিগ্রি) পরীক্ষা-২০১৫ আগামী ৩১ জুলাই রোববার থেকে শুরু হবে। শেষ হবে ৩০ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, আগামী ৩১ জুলাই রোববার থেকে ফাযিল (ডিগ্রি)-২০১৫ পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৩০ অক্টোবর। তিনি আরও বলেন, এ বছর মোট ১ হাজার ২৭৭ মাদরাসা থেকে ১ লাখ ৩৭ হাজার ৬২৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্যে ১ম বর্ষে ৫৫ হাজার ৪১৫, ২য় বর্ষে ৪৩ হাজার ৬৫৩ এবং ৩য় বর্ষে ৩৮ হাজার ৫৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। দেশের মোট ২৯২টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

Leave a comment