স্টাফ রিপোর্টার: অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গরুব্যবসায়ী আলমডাঙ্গার হাঁপানিয়া গ্রামের মুরাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদার শিয়ালমারী পশুহাটে গরু কিনতে গিয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে সটকে পড়েছে অজ্ঞানপার্টির সদস্যরা। গতকাল সন্ধ্যায় অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া গ্রামের পিজার উদ্দিনের ছেলে গরুব্যবসায়ী মুরাদ হোসেন (৪৫) প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার শিয়ালমারী পশুহাটে গরু কিনতে যান। সেখানে অজ্ঞানপার্টির সদস্যদের খপ্পরে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা তার কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে। বিকেলে অজ্ঞান অবস্থায় মুরাদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার জ্ঞান না ফেরায় কতো টাকা অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে গেছে তা জানা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মুরাদ হোসেনের জ্ঞান ফেরেনি।