মেহেরপুরে বাসের ধাক্কায় সাইকেলচালক নিহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আলমপুর নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আব্দুল করিম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বাইসাইকেলযোগে গাড়াডোব থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম আলমপুর নোনারপাড়ার মৃত মকবুল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাংনী উপজেলার গাড়াডোব বাজার থেকে সদর উপজেলার আলমপুর নোনারপাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন আব্দুল করিম। মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাড়ির অদূরবর্তী প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছুলে মেহেরপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী দ্রুত গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। সড়কের ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পালিয়ে যায় বাসটি। খবর পেয়ে স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে যায়। রাতেই সদর থানা পুলিশের এসআই শেখ মফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, সম্ভবত নিহতের পায়ের দুই পা বাসের চাকায় পিষ্ট হয়েছে। এছাড়াও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বাসটি চিহ্নিত না করা গেলেও শ্যামলী পরিবহনের একটি বাস বলে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছে পুলিশ। সদর থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদি হাসান জানান, বাস কর্তৃপক্ষের সাথে নিহতের পরিবারের মীমাংসার প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে অনিহা প্রকাশ করেছেন। একারণে তারা ময়নতাদন্ত না করানোর সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নিহতের পরিবারসহ গ্রামজুড়েই বইছে শোকের ছায়া। আব্দুল করিম এক সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার উদ্যোগে গ্রামে একটি মসজিদ তৈরি হয়েছে। শেষ জীবনে তিনি মসজিদ নির্মানসহ ধর্মীয় কাজকর্ম নিয়েই ব্যস্ত ছিলেন বলে জানান গ্রামের কয়েকজন।

Leave a comment