মহেশপুর শ্যামকুড় সীমান্তে নারী ও শিশু পাচার প্রতিরোধে মতবিনিময় অনুষ্ঠিত

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে শ্যামকুড় সীমান্তে নারী ও শিশু পাচার প্রতিরোধে মতবিনিময়সভা করা  হয়েছে। গতকাল বুধবার সকালে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

বিজিবিসূত্রে প্রকাশ, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্যামকুড় বাঁশভবন নামক স্থানে মাদকদ্রব্যের কুফল, মাদক দ্রব্যের চোরাচালান প্রতিরোধ ও শিশু পাচার রোধে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ কল্পে জনসচেতনতামূলক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, শ্যামকুড় বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদর সিরাজুল ইসলাম ও ইউপি সদস্য লিয়াকত আলী। তালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়েদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment