বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলার রায়

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় জেলা বিএনপি পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলার রায় দিয়ে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চাইচ্ছে। কিন্তু শেখ হাসিনাকে মনে করিয়ে দিতে চাই এই সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়, আপনার সময় আর বেশিদিন নাই। অচিরেই এ শেখ হাসিনা সরকারের পতন হবে এবং সেই দিনের জন্য বাংলাদেশের শান্ত প্রিয় জনতা অপেক্ষা করছে। একই সাথে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণআনন্দোলন বেগবান করে এই সরকারকে হটিয়ে জনগনের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।

বিকেল চুয়াডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, জেলা আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান, শাহাজান খানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার বিকেল ৫টায় শহীদ আবুল কাশেম সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বের করার সময় পুলিশি বাধায় পড়ে কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শামিম রেজা ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল ইসলাম, জেলা সদস্য পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন, জেলা বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, সদর থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য আশরাফ বিশ্বাস মিল্টু, আরিফুজ্জামান পিন্টু, যুবদল নেতা হাজি রবিউল মল্লিক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সহসম্পাদক জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেলা ওলামা দলের সভাপতি ফজলুর রহমান, নেতা জাহিদ মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদত মাস্টার, মিলন মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, বাবুল আক্তার, বিএনপি নেতা টোটন মিয়া প্রমুখ।

অপরদিকে সাহিত্য পরিষদ চত্বরে বিকেল ৫টায় জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শরিফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, গাংনী ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, সহসভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক ইয়াসিন হাসান কাকন, প্রচার সম্পাদক শেখ মিনহাজ উদ্দীন, অর্থ সম্পাদক মশালুর রহমান মশাল, আব্দুল গনি, কুদ্দুস মহলদার, হাফিজুর রহমান মুক্ত, আনিসুল হক বিশু, বদর উদ্দীন বাদল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে মেহেরপুরে বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় সফল হয়নি। পরে বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয় থেকে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি চলছিলো। কিন্তু তার আগেই বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মেহেরপুর সদর থানা পুলিশ সেখানে অবস্থান নেয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস ও এমএকে খায়রুল বাশার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবায়দুল্লাহ সেন্টু, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান হাবু প্রমুখ। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।