টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে : কাঁচামাল ব্যবসায়ী ৫ জন নিহত

 

এমআর বাবু/সালাউদ্দীন কাজল: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী ব্রিজের কাছে একটি কচু বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। আহতদের মধ্যে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সাত্তারকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে কচু বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। জীবননগরের উথলী গ্রামের লিটন, সেনেরহুদা গ্রামের মনজিল, একতারপুর গ্রামের মাইন উদ্দিন, দামুড়হুদার কাদিরপুর গ্রামের হাসেম ও একই গ্রামের মোস্তাক কাঁচামালের ব্যাপারী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের কালীগঞ্জ প্রতিনিধি শিপলু জামান জানিয়েছেন, জীবননগর উপজেলার উথলী বাজার থেকে কাঁচামাল ব্যবসায়ীরা গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কচু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৬৬৮) নিয়ে খুলনায় যাচ্ছিলেন। ট্রাকটি জীবননগর-কালীগঞ্জ সড়কের কাটাখালী নামক স্থানে পৌঁছুলে সামনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খাদে উল্টে পড়ে। ট্রাকের ওপরে থাকা জীবননগর উপজেলার একতারপুর গ্রামের মৃত নজর আলীর ছেলে মহিনউদ্দীন মঈন (৫১), সেনেরহুদা গ্রামের আত্তাব হোসেনের ছেলে মনজিল হোসেন (৩০), উথলী গ্রামের মহন হোসেনের ছেলে লিটন হোসেন (৩২) এবং দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের হাসেম আলী (৫০) ও মোস্তাক হোসেন (৪৫) ট্রাকের নিচে চাপা পড়েন। মহিনউদ্দীন মঈন, মনজিল হোসেন, লিটন হোসেন ও হাসেম আলী ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মোস্তাক হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ আহত হয়েছেন আরও ৪ জন। আহতদেরকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে রাত ১০টার দিকে জীবননগর উপজেলার একতারপুর, সেনেরহুদা ও উথলী গ্রামে নিহতদের বাড়িতে গিয়ে দেখা গেছে পরিবারের সদস্যরা সবাই বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কেউ বা প্রলাপ বকছেন। দুর্ঘটনার খবরটি এলাকায় পৌঁছুলেও ৩ গ্রামে নেমে আসে শোকের ছায়া। গ্রামবাসীরা নিহতদের পরিবারের স্বজনদেরকে সান্ত্বনা দেন। উথলী গ্রামের নিহত লিটন হোসেনের পিতা মোহন জানান, তার ছেলে লিটন উথলী বাজারে বাইসাইকেল মেরামতের কাজ করতো। নিজের ক্ষেতের কচু বিক্রির জন্য সে এই প্রথম ট্রাকযোগে কচু নিয়ে খুলনায় যাচ্ছিলো। এটাই তার শেষ যাওয়া হলো।

আমাদের মহেশপুর প্রতিনিধি দাউদ হোসেন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কয়েকটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে। ঝিনাইদহ দমকল বাহিনীর সদস্যরা ট্রাকের নিচ থেকে ৫টি লাশ উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে পাঠিয়েছেন। কোটচাঁদপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুস সাকিব জানান, হাসপাতালে ৪ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ঝিনাইদহ দমকল বাহিনীর উপপরিচালক রফিকুল ইসলাম জানান, তাদের সদস্যরা ট্রাকের নিচ থেকে ৪টি লাশ উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে পাঠিয়েছেন।

দামুড়হুদা প্রতিনিধি বখতিয়ার হোসেন বকুল কাদিপুর থেকে ফিরে জানিয়েছেন, হাউলী ইউনিয়নের কাদিপুর গাংপাড়ার মৃত নিয়ামত আলীর ছেলে মোস্তাক ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আবুল হাশেম গতকাল গ্রামের চাষিদের কাছ থেকে প্রায় ৩০ মণ কুমড়ো কেনেন। বিকেল সাড়ে ৫টার দিকে ক্রয়কৃত কুমড়োগুলো দুটি করিমনে লোড করে উথলী মোড়ে নিয়ে যান তারা। সেখানে কুমড়োগুলো ট্রাকে লোড দেয়া হয়। ওখান থেকেই জয়রামপুর নুতনপাড়ার বৃদ্ধ ছাত্তার, জীবননগর উপজেলার উথলী গ্রামের মোহন আলীর ছেলে লিটন একই উপজেলার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মনজিল হোসেন এবং একতারপুর গ্রামের মঈন উদ্দিন একই ট্রাকে কচু লোড করেন।

সন্ধ্যা ৭টার দিকে কচু ও কুমড়ো ভর্তি ট্রাক রওনা হয় খুলনার উদ্দেশে। রাত ৯টার দিকে ট্রাকটি মহেশপুর উপজেলার কাটাখালী ব্রিজ নামকস্থানে পৌছুনোর পর আকস্মিক ট্রাকের সামনের চাকা পাংচার হয়ে যায়। রাত ১টার দিকে নিহত ৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত হাশেম ও মোস্তাকের লাশের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হতে পারে বলে জানান কাদিপুর গাংপাড়ার ইউপি মেম্বার শাহজামাল হোসেন।

এদিকে মোস্তাক ও হাশেম নিহত হওয়ার খবর কাদিপুরে পৌছুলে পুরোগ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহত দু পরিবারের স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।

Leave a comment