আলমডাঙ্গার গড়গড়িতে ভ্যানচালকের বিষপানে আত্মহত্যা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ভ্যান চালক ২ সন্তানের জনক মানসিক প্রতিবন্ধী রহমত বিষপানে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, গত পরশু মঙ্গলবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জের গড়গড়ি গ্রামের বানাত মন্ডলের ছেলে ভ্যানচালক ২ কন্যা সন্তানের জনক মানসিক প্রতিবন্ধী রহমত (৩৫) বিষপান করে আত্মহত্যা করেছেন।

গ্রাম সূত্র জানায়, পরশু তিনি গ্রামের মাঠের মধ্যে গিয়ে বিষপান করেন। গ্রামবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার সকাল ১১টার দিকে সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নিদের্শে পাচকমলাপুর ফাড়িঁ পুলিশের আইসি এসআই মোফাজ্জল হোসেন সুরত হাল রিপোর্ট করেন। বেলা ১টার দিকে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Leave a comment