দামুড়হুদার নতিপোতা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : ৩ জনের নামে মামলা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার এএসআই সহিদ বাদী হয়ে গতকাল সোমবার উপজেলার কালিয়াবকরি গ্রামের মৃত কাশেম মাওলানার ছেলে আবু বক্কর (৩৮), নতিপোতা গ্রামের হারেজ আলীর ছেলে জাহাঙ্গীর (৩০) এবং জাহাঙ্গীরের দোলাভাই একই গ্রামের মৃত নিজাম কামালের ছেলে খলিল (৪০) এই তিনজনের নামে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি যার বাড়ি থেকে উদ্ধার হয় তার স্ত্রীই আমাদেরকে জানিয়েছেন মোটরসাইকেরটি ওখানে কী ভাবে আসলো এবং কারা এনেছে। তাদেরকে উদ্ধারকৃত ওই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে বলা হলেও তারা তা দেখাতে ব্যর্থ হয়। বিধায় আমাদের কাছে যৌক্তিকভাবে প্রতীয়মান হয় যে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বাংলাদেশের কোনো এক স্থান থেকে চুরি করে এনে বেচাকেনার উদ্দেশেই ওই বাড়িতে রাখা হয়েছিলো।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর খালেক ও এএসআই সহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গ্রামের মৃত নিজাম কামারের ছেলে খলিলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। প্রায় দু ঘণ্টা অভিযানের পর খলিলের ঘর থেকে লাল রঙের ১৫০ সিসির সুজুকি চোরাই সন্দেহে জব্দ করে থানা হেফাজতে নেন। পরে তাদেরকে বৈধ কাগজপত্র আনতে বললে তারা তা আনতে ব্যর্থ হয়।

Leave a comment