সাড়ে ৩ মাসেও সন্ধান মেলেনি দামুড়হুদা ধান্যঘরার সাইফুলের

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের চুলব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তি সাড়ে ৩ মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সাইফুল ধান্যঘরা গ্রামের মোবারক শাহ্র ছেলে।

সাইফুলের বাবা মোবারক শাহ্ জানান, গত ৪ এপ্রিল রাতে সাইফুল চুলের ব্যবসা করতে  অন্যবারের মতো ঢাকায় যায়। সাথে ছিলেন এলাকার কয়েকজন চুল ব্যবসায়ী। বেচাকেনা শেষে তার সাথীরা বাড়ি ফিরে এলেও সাইফুল ইসলাম ফিরে আসেননি এবং পরিবারের সাথেও কোনো যোগাযোগ নেই বলেও জানান তার পিতা। এদিকে সাইফুল ইসলাম বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন, অজানা আশঙ্কায় দিনযাপন করছেন। স্বজনের বাড়ি ফেরার অপেক্ষায় পথের পানে চেয়ে আছে নিখোঁজের বাবা, মা, স্ত্রী ও দু শিশুকন্যা। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। থানায় কেউ সাধারণ ডায়েরি করেনি। এ ব্যাপারে  দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Leave a comment