ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদা কার্পাসডাঙ্গার খাবলিপাড়ার আবুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা কলোনিপাড়া অবস্থিত এমএম ইটভাটার কাছে থেকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হক সঙ্গীয় সদস্যদের নিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় জিআর মামলার এজেহারভুক্ত আসামি। আবুল (৪৫) কার্পাসডাঙ্গা খাবলিপাড়ার হারেজ মল্লিকের ছেলে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরিখালী ব্রিজের কাছে দৃর্বৃত্তরা রাস্তার ওপর দড়ি বেঁধে মোটরসাইকেল ছিনতাইসহ তিনজনকে গাছের সাথে বেঁধে রেখে নির্বিঘ্নে পালিয়ে যায়। এ ঘটনায় উমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেন।