জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

মেহেরপুর অফিস: জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতা প্রতিরোধে মেহেরপুরে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। জেলা কৃষকলীগের উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃত্বে ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল আলম শান্তি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। একই সময়ে প্রেসক্লাবের সামনের সড়কে জেলা পরিবেশক সমিতির সভাপতি হাশেম আলী ও সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে একই সময়ে মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের নেতৃত্বে সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে ফিরে শেষ হয়।

Leave a comment