আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত এরশাদপুর গ্রামের লাভলুকে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের নবীছদ্দিনের ছেলে লাভলু (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য সেবন ও বিক্রয় করে। গতকাল সোমবার নেশা করা অবস্থায় লাভলুকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাভলুকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা থানার এএসআই ইমাম এ সময় উপস্থিত ছিলেন।