১৫ আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা গণগ্রন্থাগারের প্রতিযোগিতার আয়োজন

 

১৫ আগস্ট উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা, বইপাঠ ও ছড়া-কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতায় ৫ম থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ক বিভাগে এক হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। বিষয় তোমার চোখে বঙ্গবন্ধু। খ বিভাগে ৯ম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ১২শ শব্দের মধ্যে লিখতে হবে মুক্তিযুদ্ধের মহানায়ক। গ বিভাগ স্নাতক/স্নাতকোত্তর শ্রেণির বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় লিখতে হবে দেড় হাজার শব্দের মধ্যে। ঘ বিভাগ সর্ব সাধারণের জন্য। তাদের বিষয় গণমানুষের নেতা বঙ্গবন্ধু। লিখতে হবে এক হাজার ৮শ শব্দের মধ্যে। এ ছাড়া প্রথম থেকে চতুর্থ ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য বইপাঠ/ছড়া/আবৃত্তি আগামী ১৭ আগস্ট সকাল ১০টায় গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার মধ্যে রচনা গ্রন্থাগারে জমা দিতে হবে। বিস্তারিত ০১৭১৬৪৭৭১৫৯ মোবাইলে জানা যাবে। প্রেসবিজ্ঞপ্তি।

Leave a comment